১। অরবিটাল কি? (কু’,চ’বো-১৭)
উত্তরঃ পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে যে এলাকায় আবর্তনশীল ও সুনির্দিষ্ট শক্তি সম্পন্ন ইলেক্ত্রন মেঘের সর্বাধিক অবস্থানের সম্ভাবনা থাকে তাকে অরবিটাল বলে।
২। অরবিট কি? (চ’-১৭)
উত্তরঃ বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুর বাইরে ইলেক্ট্রনগুলো আবর্তনের জন্য যে কিছু সুনির্দিষ্ট স্থির ও বৃত্তাকার কক্ষপথ রয়েছে তাকে অরবিট বলে।