আণবিক সংকেত কি?
আণবিক সংকেতঃ যে রাসায়নিক সংকেতে অণুতে বিদ্যমান মৌলসমূহের পরমাণু সংখ্যার প্রকৃত মান উল্লেখ থাকে তাকে স্থূল সঙ্কেত বলে।
স্টকিওমিতি কাকে বলে?
রসায়নের যে শাখায় অণু, পরমাণু, বিক্রিয়ক, উৎপাদ ইত্যাদির হিসাব নিকাশ করা হয় তাকে স্টকিওমিতি বলে।
অ্যানালার গ্রেড পদার্থ কাকে বলে?
অ্যানালার গ্রেড পদার্থঃ সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থ যার বিশুদ্ধতার মান ৯৯% তাকে অ্যানালার গ্রেড পদার্থ বলে।
লিমিটিং বিক্রিয়ক কাকে বলে?
লিমিটিং বিক্রিয়কঃ কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থ বিক্রিয়া করে আগে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে।