তাপমাত্রা ও তাপমাত্রিক ধর্ম কি?
তাপমাত্রাঃ তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপের যাওয়া আসা নিয়ন্ত্রন করে। তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন(K)। এছাড়াও, সেলসিয়াস, ফারেনহাইট সহ বিভিন্ন একক রয়েছে।
উষ্ণতামিতিক ধর্মঃ তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে কোনো পদার্থের যে ধর্মগুলো পরিবর্তিত হয় তাকে তাপমাত্রিক বা উষ্ণতামিতিক ধর্ম বলে।