গতির পরিচিতি ও বিভিন্ন প্রকার গতি

 গতির পরিচিতি ও বিভিন্ন প্রকার গতি

 

স্থিতি: সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হওয়াকে স্থিতি বলে।

গতি: সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়াকে গতি বলে।

গতি বিভিন্ন রকমের হতে পারে। যেমনঃ

  • সরলরৈখিক গতি: কোনো বস্তু যদি সরলরেখা বরাবর গতিশীল থাকে তবে তার গতিকে সরলরৈখিক গতি বলে।
  • বৃত্তাকার গতি: কোনো বস্তু যদি একটি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তবে তার গতিকে বৃত্তাকার গতি বলে।
  • ঘূর্ণন গতিঃ কোনো বস্তু যখন ঘূর্ণনশীল অবস্থায় গতিশীল থাকে তখন তার গতিকে ঘূর্ণন গতি বলে।
  • পর্যায়বৃত্ত গতিঃ কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করে তবে তার গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। যেমন: ঘড়ির কাঁটার গতি।
  • স্পন্দন গতি: যখন কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তুর পর্যায়কালের অর্ধেক সময় একদিকে গতিশীল থাকে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গতিশীল থাকে তখন তার গতিকে স্পন্দন গতি বলে। যেমন: পেন্ডুলামের গতি, দোলনার গতি ইত্যাদি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *