মৌলিক পদার্থ: যে পদার্থগুলো ভাঙলে অন্যকোনো পদার্থ পাওয়া যায়না তাকে মৌলিক পদার্থ বলে। এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা 118 টি যার মধ্যে 98 টি প্রকৃতিতে পাওয়া যায়। আর বাকি মৌলগুলো গবেষণাগারে তৈরি করা হয়েছে যাকে কৃত্তিম মৌল বলে। আমাদের শরীরে মোট 26 টি ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ পাওয়া যায়।