STP কি?

STP: STP এর পূর্ণরূপ হচ্ছে Standard Temperature and Pressure অর্থাৎ, আদর্শ তাপমাত্রা ও চাপ। 0 তাপমাত্রা কে আদর্শ তাপমাত্রা ও 1 atm চাপকে আদর্শ চাপ বলে।

আমরা যখন কোনো পদার্থের আয়তন নিয়ে কাজ করি তখন সাধারণত তাপমাত্রা ও চাপকে নির্দিষ্ট নিয়ে কাজ করতে হয়, কেননা কোনো বস্তুর আয়তন তাপমাত্রা ও চাপ পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। আর এখানে পদার্থের আয়তন নিয়ে কাজ করার জন্য আমরা একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপ নিয়ে কাজ করছি আর তাই হচ্ছে STP।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *