ধাতুঃ যে সকল মৌলের সর্বশেষ শক্তিস্তরে 1/2/3 টি ইলেকট্রন থাকে এবং বন্ধন গঠনের সময় ইলেকট্রন দান করে ধনাত্বক আয়নে পরিণত হয় তাকে ধাতু বলে।
(ধাতু চেনার সহজ উপায়ঃ কিছু কমন ধাতু যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফেরাম (আয়রন), কাপরাম (কপার), স্কেন্ডিয়াম, টাইটানিয়াম, লিথিয়াম, স্ট্রনশিয়াম, রুবিডিয়াম ইত্যাদির শেষে য়াম উচ্চারিত হয়)